বিষয়বস্তুতে চলুন

স্যাম জনস্টোন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যাম জনস্টোন
২০১২ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জনস্টোন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম স্যামুয়েল লুক জনস্টোন
জন্ম (1993-03-25) ২৫ মার্চ ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান প্রেস্টন, ইংল্যান্ড
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ক্রিস্টাল প্যালেস
জার্সি নম্বর
যুব পর্যায়
এক্সটন ভিলা
0000–২০১১ ম্যানচেস্টার ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৮ ম্যানচেস্টার ইউনাইটেড (০)
২০১১অল্ডাম অ্যাথলেটিক (ধার) (০)
২০১১–২০১২স্কানথর্প ইউনাইটেড (ধার) ১২ (০)
২০১৩ওয়ালসল (ধার) (০)
২০১৩ইয়োভল টাউন (ধার) (০)
২০১৪ডংকাস্টার রোভার্স (ধার) ১৮ (০)
২০১৪–২০১৫ডংকাস্টার রোভার্স (ধার) ১০ (০)
২০১৫প্রেস্টন নর্থ এন্ড (ধার) ২২ (০)
২০১৬প্রেস্টন নর্থ এন্ড (ধার) (০)
২০১৭অ্যাস্টন ভিলা (ধার) ২১ (০)
২০১৭–২০১৮অ্যাস্টন ভিলা (ধার) ৪৫ (০)
২০১৮–২০২২ ওয়েস্ট ব্রমউইচ ১৬৭ (০)
২০২২– ক্রিস্টাল প্যালেস ২৯ (০)
জাতীয় দল
২০০৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ (০)
২০০৯–২০১০ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১৪ (০)
২০১০–২০১২ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১৩ (০)
২০১৩ ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০২১– ইংল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০০, ২৭ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০০, ২৭ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

স্যামুয়েল লুক জনস্টোন (ইংরেজি: Sam Johnstone, ইংরেজি উচ্চারণ: /sˈam d͡ʒˈɒnstə͡ʊn/; জন্ম: ২৫ মার্চ ১৯৯৩; স্যাম জনস্টোন নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ক্রিস্টাল প্যালেস এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০৮ সালে, জনস্টোন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

স্যামুয়েল লুক জনস্টোন ১৯৯৩ সালের ২৫শে মার্চ তারিখে ইংল্যান্ডের প্রেস্টনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

জনস্টোন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৮ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ছয় বছরে ৩১ ম্যাচে অংশগ্রহণ এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।

২০২১ সালের ৬ই জুন তারিখে, ২৮ বছর, ২ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী জনস্টোন রোমানিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইংল্যান্ড ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে জনস্টোন সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৭ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০২১
২০২৩
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]