বিষয়বস্তুতে চলুন

লুইক নেগো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুইক নেগো
২০২০ সালে হাঙ্গেরির হয়ে নেগো
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-01-15) ১৫ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান প্যারিস, ফ্রান্স
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ল্য আভ্র
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:২১, ৯ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লুইক নেগো (হাঙ্গেরীয়: Loïc Négo; জন্ম: ১৫ জানুয়ারি ১৯৯১) হলেন একজন ফরাসি–হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব ল্য আভ্র এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৬ সালে, নেগো ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৫ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লুইক নেগো ১৯৯১ সালের ১৫ই জানুয়ারি তারিখে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

নেগো ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৬ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ৫৯ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০২০ সালের ৮ই অক্টোবর তারিখে, ২৯ বছর, ৮ মাস ও ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নেগো বুলগেরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭০তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ফিলিপ হোলন্দেরের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ৭ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি হাঙ্গেরি ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে নেগো সর্বমোট ৬ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর, ১ মাস ও ৪ দিন পর, হাঙ্গেরির জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০২১ সালের ১২ই নভেম্বর তারিখে, আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৮৮তম মিনিটে হাঙ্গেরির হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৯ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০২০
২০২১ ১২
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ৩৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bulgaria vs. Hungary - 8 October 2020 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  2. "Bulgaria - Hungary 1:3 (EURO Qualifiers 2019/2020, Playoffs Halbfinale)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  3. "Bulgaria - Hungary, Oct 8, 2020 - European Qualifiers Play-offs - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Bulgaria vs. Hungary"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  5. "Hungary vs. Iceland - 12 November 2020 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  6. "Hungary - Iceland, Nov 12, 2020 - European Qualifiers Play-offs - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  7. "Hungary - Iceland 2:1 (EURO Qualifiers 2019/2020, Playoffs Finale)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]