বিষয়বস্তুতে চলুন

রোজিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোজিনা
জন্ম
রওশন আরা রেণু

(1955-04-20) ২০ এপ্রিল ১৯৫৫ (বয়স ৬৯)[১]
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৭৬-২০১১

রোজিনা (জন্ম ২০ এপ্রিল ১৯৫৫) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে চলচ্চিত্র জগতে আসেন।[২] ১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন।[২] বাংলাদেশ সরকার তাঁকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।[৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

রোজিনা রাজবাড়ি জেলার গোয়ালন্দে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম রওশন আরা রেণু।[৪]

চলচ্চিত্রে আগমন[সম্পাদনা]

রোজিনা মায়া বড়ির বিজ্ঞাপনের কাজ করার পর বড়পর্দায় ১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয়ের সুযোগ পান। পরে তিনি এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে কাজের সুযোগ পান। এই ছবিটি সফল হয় এবং তিনি হাতে বেশ কিছু ছবি পান। রোজিনার বেশির ভাগ ছবিই পোষাকী। সুঅভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।[২]

সন্মাননা[সম্পাদনা]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বাচসাস পুুরস্কার
  • বিজয়ীঃ শ্রেষ্ঠ অভিনেত্রী - সুরু মিঞা (১৯৮৪)

উল্লেখযোগ্য ছবি[সম্পাদনা]

  1. তীর ভাঙ্গা ঢেউ (১৯৭৫)
  2. মাটির মায়া (১৯৭৬)
  3. জানোয়ার (১৯৭৬)
  4. হারানো মানিক (১৯৭৮)
  5. শহর থেকে দূরে (১৯৭৯)
  6. আয়না (১৯৭৯)
  7. রাজমহল (১৯৭৯)
  8. শীষনাগ (১৯৭৯)
  9. সোনার চেয়ে দামী (১৯৭৯)
  10. মাটির মানুষ (১৯৭৯)
  11. অভিমান (১৯৭৯)
  12. স্মৃতি তুমি বেদনা (১৯৮০)
  13. আখেরী নিশান (১৯৮০)
  14. হুর-এ-আরব (১৯৮০)
  15. আনারকলি (১৯৮০)
  16. মোকাবেলা (১৯৮০)
  17. রাজনন্দিনী (১৯৮০)
  18. রাজকন্যা (১৯৮০)
  19. শাহী দরবার (১৯৮০)
  20. গাঁয়ের ছেলে (১৯৮০)
  21. সংঘর্ষ (১৯৮০)
  22. আনারকলি (১৯৮০)
  23. বিনি সুতার মালা (১৯৮১)
  24. আলাদীন আলীবাবা সিন্দাবাদ (১৯৮১)
  25. সোহাগ মিলন (১৯৮২)
  26. মানসী (১৯৮২)
  27. রাজসিংহাসন (১৯৮২)
  28. দখল (১৯৮২)
  29. আল্লাহ মেহেরবান (১৯৮১)
  30. রাজা সাহেব (১৯৮২)
  31. শাস্তি (১৯৮৪)
  32. অভিযান (১৯৮৪)
  33. দ্বীন দুনিয়া (১৯৮৬)
  34. সিদ্ধান্ত (১৯৮৯)
  35. রাজা মিস্ত্রি (১৯৮৯)
  36. সম্মান (১৯৯১)
  37. আদরের বোন (১৯৯১)
  38. সতীনের সংসার (১৯৯৪)

ওয়াসিম/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা



১৪। ভাগ্যলিপি (১৯৮৪) ১৫। রসের বাইদানী (১৯৮৪) ১৬। রাজিয়া সুলতানা (১৯৮৪) ১৭। জিপসী সর্দার (১৯৮৪) ১৮। দুনিয়াদারী (১৯৮৫) ১৯। ইন্সপেক্টর (১৯৮৫) ২০। মিস লোলিটা (১৯৮৫) ২১। রসিয়া বন্ধু (১৯৮৫) ২২। রাজকপাল (১৯৮৫) ২৩। ওয়ারিস (১৯৮৫) ২৪। নাদিরা (১৯৮৫) ২৫। দুলারী (১৯৮৬) ২৬। শিরি ফরহাদ (১৯৮৬) ২৭। বিষকন্যার প্রেম (১৯৮৬) ২৮। ডাকু ও দরবেশ (১৯৮৬) ২৯। আজ তোমার কাল আমার (১৯৮৬) ৩০। মান মর্যাদা (১৯৮৭) ৩১। হিসাব চাই (১৯৮৮) ৩২। জীবনধারা (১৯৮৮) ৩৩। আঁচল বন্দী (১৯৮৯) ৩৪। গঙ্গা যমুনা (১৯৯০) ৩৫। প্রতিঘাত (১৯৯০) ৩৬। আজাদ (১৯৯২) ৩৭। দিনকাল (১৯৯২)

আলমগীর/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা


৫। চম্পা চামেলী (১৯৮০) ৬। গাঁয়ের ছেলে (১৯৮০) ৭। কসাই (১৯৮০) ৮। ঝুমকা (১৯৮১) ৯। রাজা সাহেব (১৯৮২) ১০। সৎমা (১৯৮২) ১১। আল হেলাল (১৯৮২) ১২। গলি থেকে রাজপথ (১৯৮৩) ১৩। শাহী চোর (১৯৮৩) ১৪। স্বামীর ঘর (১৯৮৪) ১৫। হাসান তারেক (১৯৮৪) ১৬। দ্বীপকন্যা (১৯৮৪) ১৭। দুনিয়াদারী (১৯৮৫) ১৮। হিসাব নিকাশ (১৯৮৫) ১৯। দুই নয়ন (১৯৮৫) ২০। ইন্সপেক্টর (১৯৮৫) ২১। হালচাল (১৯৮৬) ২২। বিচারপতি (১৯৮৬) ২৩। আঘাত (১৯৮৬) ২৪। গৃহ বিবাদ (১৯৮৬) ২৫। রাজমাতা (১৯৮৬) ২৬। ভরসা (১৯৮৭) ২৭। নির্যাতন (১৯৮৭) ২৮। বৌমা (১৯৮৯) ২৯। জলপরী (১৯৮৯) ৩০। অবহেলা (১৯৮৯) ৩১। সোনার নাও পবনের বৈঠা (১৯৮৯) ৩২। ক্ষতিপূরণ (১৯৮৯) ৩৩। ছেলে কার (১৯৮৯) ৩৪। দোলনা (১৯৯০) ৩৫। লাল বেনারসী (১৯৯১)

সোহেল রানা/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা


৪। আলাদীন আলীবাবা সিন্দাবাদ (১৯৮১) ৫। পরদেশী (১৯৮১) ৬। আলী আসমা (১৯৮২) ৭। যুবরাজ (১৯৮২) ৮। মহারাজা (১৯৮২) ৯। আল হেলাল (১৯৮২) ১০। নাগপূর্ণিমা (১৯৮৩) ১১। প্রেমনগর (১৯৮৩) ১২। বড় মা (১৯৮৩) ১৩। শাস্তি (১৯৮৪) ১৪। জোশ (১৯৮৪) ১৫। বিদ্রোহী (১৯৮৪) ১৬। সম্রাট (১৯৮৪) ১৭। শাহীকানুন (১৯৮৪) ১৮। বাহাদুর মেয়ে (১৯৮৬) ১৯। জারকা (১৯৮৬) ২০। দুই প্রেমিক (১৯৮৬) ২১। বিচারপতি (১৯৮৬) ২২। জুলুম (১৯৮৭) ২৩। সংঘাত (১৯৮৭) ২৪। হুমকি ( ০২.১০.১৯৮৭) ২৫। হিসাব চাই (১৯৮৮) ২৬। জিজ্ঞাসা (১৯৯০) ২৭। সাজা (১৯৯০) ২৮। অমর বন্ধন (১৯৯০) ২৯। মরণ লড়াই (১৯৯২) ৩০। প্রেমের দাবি (১৯৯৩) ৩১। হীরণ পাশা (১৯৯৩)

জসিম/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা


১। ২। মোকাবেলা (১৯৮০) ৩। রাজনন্দিনী (১৯৮০) ৪। হুর-এ-আরব (১৯৮০) ৫। শাহী দরবার (১৯৮০) ৬। কসাই (১৯৮০) ৭। আলাদীন আলীবাবা সিন্দাবাদ (১৯৮১) ৮। সোহাগ মিলন (১৯৮২) ৯। আলী আসমা (১৯৮২) ১০। যুবরাজ (১৯৮২) ১১। আল হেলাল (১৯৮২) ১২। শাহী চোর (১৯৮৩) ১৩। অভিযান (১৯৮৪) ১৪। হাসান তারেক (১৯৮৪) ১৫। দ্বীপকন্যা (১৯৮৪) ১৬। মুজাহিদ (১৯৮৫) ১৭। শমসের (১৯৮৫) ১৮। হালচাল (১৯৮৬) ১৯। গৃহ বিবাদ (১৯৮৬) ২০। শত্রু (১৯৮৬) ২১। রাজমাতা (১৯৮৬) ২২। হাতি আমার সাথী (১৯৮৭) ২৩। ভাগ্যবতী (১৯৮৭) ২৪। সুখ শান্তি (১৯৮৭) ২৫। ভরসা (১৯৮৭) ২৬। টাকা পয়সা (১৯৮৮) ২৭। বৌমা (১৯৮৯) ২৮। এক্সিডেন্ট (১৯৮৯) ২৯। বিস্ফোরণ (১৯৮৯) ৩০। জাদরেল বউ (১৯৯০) ৩১। ধনরত্ন (১৯৯০) ৩২। অশান্ত সংসার (১৯৯০) ৩৩। ওমর আকবর (১৯৯০) ৩৪। নির্দয় (১৯৯১) ৩৫। নিঃস্বার্থ (১৯৯১) ৩৬। বিধান (১৯৯১) ৩৭। ডিসকো বাইদানী (১৯৯৪)

১। মাটির মায়া (১৯৭৬) ২। চোখের মনি (১৯৭৯) ৩। শহর থেকে দূরে (১৯৭৯) ৪। ভাই ভাই (১৯৮০) ৫। সুখের সংসার (১৯৮১) ৬। মাটির পুতুল (১৯৮১) ৭। জনতা এক্সপ্রেস (১৯৮১) ৮। রেশমী চুড়ি (১৯৮২) ৯। তাসের ঘর (১৯৮২) ১০। যন্তর মন্তর (১৯৮২) ১১। সিকান্দার (১৯৮৩) ১২। সীমার (১৯৮৩) ১৩। ইজ্জত (১৯৮৩) ১৪। চেনামুখ (১৯৮৩) ১৫। অন্ধবধূ (১৯৮৩) ১৬। হাসু আমার হাসু (১৯৮৩) ১৭। পুনঃর্মিলন (১৯৮৪) ১৮। মৎস্য কুমারী (১৯৮৪) ১৯। মান অভিমান (১৯৮৪) ২০। সাহেব (১৯৮৫) ২১। পরীস্থান (১৯৮৫) ২২। মশাল (১৯৮৮) ২৩। ভুল বিচার (১৯৮৯) ২৪। শান্তি (১৯৮৯) ২৫। শেষ পরিচয় (১৯৯০) ২৬। দুঃখিনী মা (১৯৯০) ২৭। বন্ধু আমার (১৯৯২) ২৮। দাঙ্গা ফ্যাসাদ (১৯৯৩) ২৯। চরম প্রতিশোধ (১৯৯৩) ১। রাজা সাহেব (১৯৮২) ২। রেশমী চুড়ি (১৯৮২) ৩। সিকান্দার (১৯৮৩) ৪। অন্ধবধূ (১৯৮৩) ৫। বংশধর (১৯৮৪) ৬। অভিযান (১৯৮৪) ৭। নসীব (১৯৮৪) ৮। শাহীকানুন (১৯৮৪) ৯। জিপসী সর্দার (১৯৮৪) ১০। রাধাকৃষ্ণ (১৯৮৫) ১১। মুজাহিদ (১৯৮৫) ১২। পরীস্থান (১৯৮৫) ১৩। শমসের (১৯৮৫) ১৪। ফুলকুমারী (১৯৮৫) ১৫। বিষকন্যার প্রেম (১৯৮৬) ১৬। ডাকু ও দরবেশ (১৯৮৬) ১৭। নবাব (১৯৮৬) ১৮। নির্যাতন (১৯৮৭) ১৯। ছেলে কার (১৯৮৯) ২০। কৈফিয়ত (১৯৯০) ২১। রতন মালা (১৯৯০) ২২। সম্মান (১৯৯১) ২৩। রাধাকৃষ্ণ (১৯৯২) ২৪। ফিরে দেখা (২০২৩)

জাফর ইকবাল/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা


১। মহারাজা (১৯৮২) ২। দখল (১৯৮২) ৩। সাত রাজার ধন (১৯৮৩) ৪। পরিবর্তন (১৯৮৪) ৫। দুই নয়ন (১৯৮৫) ৬। নবাব (১৯৮৬) ৭। মশাল (১৯৮৮) ৮। ভুল বিচার (১৯৮৯) ৯। বিস্ফোরণ (১৯৮৯) ১০। সাজানো বাগান (১৯৯০) ১১। ছুটির ফাঁদে (১৯৯০) ১২। জয়-বিজয় (১৯৯০) ১৩। আদরের বোন (১৯৯১) ১৪। জুলুমবাজ (১৯৯২) ১৫। বন্ধু আমার (১৯৯২)

উজ্জল/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা


১। জনতা এক্সপ্রেস (১৯৮১) ২। রাজসিংহাসন (১৯৮২) ৩। নসীব (১৯৮৪) ৪। ঘরবাড়ি (১৯৮৯) ৫। ছুটির ফাঁদে (১৯৯০) ৬। চোর ডাকাত পুলিশ (১৯৯১) ৭। বিশাল (১৯৯১)

বুলবুল আহমেদ/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা



৫। রাখে আল্লা মারে কে (১৯৮১) ৬। আল্লাহ মেহেরবান (১৯৮১) ৭। পরিবর্তন (১৯৮৪) ৮। দুই প্রেমিক (১৯৮৬) ৯। শত্রু (১৯৮৬) ১০। অশান্ত সংসার (১৯৯০)

রোজিনা/মাহমুদ কলি অভিনীত চলচ্চিত্রের তালিকা


১। টক্কর (১৯৮৩) ২। নাগমহল (১৯৮৬) ৩। মা-বাপ (১৯৮৬) ৪। তুফান মেইল (১৯৮৬) ৫। গৃহ বিবাদ (১৯৮৬) ৬। শত্রু (১৯৮৬) ৭। রাস্তার রাজা (১৯৮৬) ৮। ধনী গরিব (১৯৮৭) ৯। অবহেলা (১৯৮৯) ১০। সতীপুত্র আব্দুল্লাহ (১৯৯০) ১১। নির্দয় (১৯৯১) ১২। বিধান (১৯৯১)

শাবানা/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা


১। আয়না (১৯৭৯) ২। চোখের মনি (১৯৭৯) ৩। সোনার চেয়ে দামী (১৯৭৯) ৪। মাটির মানুষ (১৯৭৯) ৫। অভিমান (১৯৭৯) ৬। রাজনন্দিনী (১৯৮০) ৭। স্মৃতি তুমি বেদনা (১৯৮০) ৮। ভাই ভাই (১৯৮০) ৯। সংঘর্ষ (১৯৮০) ১০। মাটির পুতুল (১৯৮১) ১১। আল্লাহ মেহেরবান (১৯৮১) ১২। পরিবর্তন (১৯৮৪) ১৩। নসীব (১৯৮৪) ১৪। হাসান তারেক (১৯৮৪) ১৫। শিরি ফরহাদ (১৯৮৬)

ববিতা/রোজিনা অভিনীত চলচ্চিত্রের তালিকা


২। চম্পা চামেলী (১৯৮০) ৩। আনারকলি (১৯৮০) ৪। কসাই (১৯৮০) ৫। ঝুমকা (১৯৮১) ৬। নাগপূর্ণিমা (১৯৮৩) ৭। শাস্তি (১৯৮৪) ৮। দ্বীন দুনিয়া (১৯৮৬)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জন্মদিন : রোজিনা"দৈনিক ইত্তেফাক। ২০ এপ্রিল ২০১৭। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ 
  2. রহমান, মোমিন; হোসেন, নবীন (১৯৯৮)। "বাংলাদেশের চলচ্চিত্রে তারকা নায়িকাঃ পপি থেকে পপি"। অন্যদিন, ঈদ সংখ্যা। মাজহারুল ইসলাম। (২৫): ৩৫১।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  3. "সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু"banglanews24.com। ২০২৩-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  4. "নায়িকা রোজিনার অজানা কথা"একুশে টেলিভিশন (ইংরেজি ভাষায়)। ১৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]