বিষয়বস্তুতে চলুন

নিকোলাস ভালেন্তিনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকোলাস ভালেন্তিনি
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-04-06) ৬ এপ্রিল ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বোকা জুনিয়র্স
জার্সি নম্বর ১৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৩৮, ৯ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নিকোলাস ভালেন্তিনি (স্পেনীয়: Nicolás Valentini; জন্ম: ৬ এপ্রিল ২০০১) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২৩ সালে, ভালেন্তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নিকোলাস ভালেন্তিনি ২০০১ সালের ৬ই এপ্রিল তারিখে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি ইতালীয় বংশোদ্ভূত ব্যক্তি।[১]

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ভালেন্তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৫ই ডিসেম্বর তারিখে তিনি ইকুয়েডর অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Da Capaldo e Valentini a Maestro Puch: tutti gli oriundi nel mirino di Mancini per l'Italia - TUTTOmercatoWEB.com"www.tuttomercatoweb.com 
  2. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4242571

বহিঃসংযোগ[সম্পাদনা]