বিষয়বস্তুতে চলুন

জেমস ড্যান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেমস সিরিল অব্রে জর্জ ডান্স (৫ মে ১৯০৭ - ১৬ মার্চ ১৯৭১) একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ ছিলেন। তিনি ইটন কলেজে শিক্ষিত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় ড্রাগন গার্ডে (কুইন্স বেস) ছিলেন।[১] তিনি লয়েডস অফ লন্ডনের একজন বীমা আন্ডাররাইটার ছিলেন।[১]

ডান্স ১৯৫৫ সালের সাধারণ নির্বাচনে ব্রমসগ্রোভের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি জর্জ ওয়ার্ডের সংসদীয় প্রাইভেট সেক্রেটারি ছিলেন ওয়ার্ডের সময়ে অ্যাডমিরালটির পার্লামেন্টারি এবং ফিনান্সিয়াল সেক্রেটারি এবং সেক্রেটারি অফ স্টেট ফর এয়ার হিসেবে।[১] ১৯৭১ সালের ১৬ মার্চ ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ না করা পর্যন্ত নাচ এমপি ছিলেন [১] ফলে উপনির্বাচনে জয়ী হয়েছেন লেবার পার্টির টেরি ডেভিস।

ডান্স শার্লট স্ট্রুটের সাথে তার মৃত্যুর আগ পর্যন্ত বিয়ে করেছিলেন; তাদের একটি সন্তান ছিল।[১] তারপর তিনি অ্যান ওয়াকারের সাথে পুনরায় বিয়ে করেন এবং তাদের তিনটি সন্তান ছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mr James Dance"The Times। ১৭ মার্চ ১৯৭১। পৃষ্ঠা 18।  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Times" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে

বহিঃসংযোগ[সম্পাদনা]