বিষয়বস্তুতে চলুন

খালেদ আরেফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খালেদ আরেফ
خالد عارف
বাহরাইনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ এপ্রিল ২০১১
ব্যক্তিগত বিবরণ
জন্মতাহা মোহাম্মদ মাহমুদ আব্দুল কাদের
১৯৪৬
কাউকাব আবু আল-হিজা, ফিলিস্তিন
জাতীয়তাফিলিস্তিনি

তাহা আবদেল কাদের, খালেদ আরেফ নামেও পরিচিত, (আরবি: طه محمد محمود عبد القادر; জন্ম: ১৯৪৬) হলেন একজন ফিলিস্তিনি রাজনীতিবিদ, কূটনীতিক এবং ফিলিস্তিনি জাতীয়তাবাদী দল ফাতাহ-এর সদস্য।

৬ অক্টোবর, ২০১০-এ, তিনি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস কর্তৃক বাহরাইনে ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত হন।[১] ১২ এপ্রিল, ২০১১-এ, তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার কাছে তার পরিচয়পত্র পেশ করেন।[২] ১১ সেপ্টেম্বর, ২০২০-এ, বাহরাইন-ইসরায়েল স্বাভাবিকীকরণ চুক্তির ফলে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীরা তাকে বাহরাইন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।[৩] ২০২০ সালের ১৮ নভেম্বর, তিনি বাহরাইনে ফিরে আসেন।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]